ক্র: নং |
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) অধ্যাদেশ ১৯৭৬ (LXII of 1976) অনুসরণে বিএআরআই একটি স্বায়ত্বশাসিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান। কৃষি গবেষণা উপ-কেন্দ্র, ঠাকুরগাঁও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এরই একটি উপ-কেন্দ্র। অত্র উপ-কেন্দ্র সবজি জাতীয় বিভিন্ন ফসলের উন্নত জাত এবং জাতগুলির চাষাবাদ ও সংরক্ষনের উন্নত লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করার জন্য বদ্ধপরিকর। অত্র গবেষণা প্রতিষ্ঠানটি উদ্ভাবিত প্রযুক্তি কৃষক,সম্প্রসারণকর্মী, এনজিও, ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং সংশিস্নষ্ট সকলের নিকট হস্তান্তরের লক্ষ্যে নিম্নোক্ত নাগরিক সেবা কার্যক্রম প্রদান করে থাকে। |
১. |
সবজি জাতীয় ফসলের উন্নত জাত উদ্ভাবন করা । |
২. |
বিভিন্ন সবজি ফসলের মৃত্তিকা ও সার ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যা সমাধান করা। |
৩. |
সবজি জাতীয় ফসলের রোগ বালাই ও পোকামাকড় সংক্রান্ত সমস্যার ব্যবস্থা পত্র দেওয়া । |
৪. |
বিভিন্ন সবজি ফসলের সেচ ও পানি ব্যবস্থাপনা সংক্রান্ত সমস্যার সমাধান করা। |
৫. |
সবজি ফসলের সংগ্রহোত্তর সংরক্ষণ ও প্রক্রিয়াকাতকরণ প্রযুক্তি সংক্রান্ত ব্যবস্থাপত্র দেওয়া। |
৬. |
বিভিন্ন সবজি ফসলের উদ্ভাবিত প্রযুক্তিসমূহ কৃষকের মাঠে প্রদর্শনীর মাধ্যমে যাচাই-বাছাইকরণ, প্রযুক্তি গ্রহণে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং কৃষকের চাহিদা মাফিক প্রযুক্তি উদ্ভাবন করা। |
৭. |
কৌলীতাত্বিক বীজ উৎপাদন করে তাহা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনকে ভিত্তি বীজ উৎপাদনে সহায়তা করা। |
৮ |
কৃষি পরিবেশ অঞ্চল ভিত্তিক অত্র অঞ্চলের মসলা জাতীয় ফসলের সমস্যার উপর গুরম্নত্ব আরোপ করে গবেষণার কার্যক্রম বাস্তবায়ন করা । |
৯ |
সম্প্রসারণ কমী, কৃষক, জিও, এনজিও এবং শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রযুক্তি হস্তান্তরের প্রশিক্ষণের ব্যবস্থা করা। |
১০ |
বিনামূল্যে উদ্ভাবিত জাতের চাষাবাদ ও অন্যান্য প্রযুক্তি সংক্রান্ত বই, বুকলেট, লিফলেট,বুলেটিন ইত্যাদি বিতরন করা। |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS